সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ তালডাংরার কেশাতোড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত ভক্তরঞ্জন পতির প্রথম মৃত্যু বার্ষিকীতে শোক ভুলে জীবন বাঁচাতে রক্তদানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মৃত্যু দিবস পালন করল আত্মীয়-স্বজন ও পরিবার। পরিবারের এক মহিলা সদস্যা ( ভাগ্নী) সরস্বতী পাত্র পেশায় একটি সরকারী মেডি ক্যাল কলেজের স্বাস্থ্য কর্মী মূলত তারই উদ্যোগে এই রক্তদান শিবির বলে জানা যায়। আজ কেশাতোড়া বাস ভবনে রক্তদান শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন
প্রয়াত ভক্তবাবুর দাদা অবসরপ্রাপ্ত শিক্ষক কালাচাঁদ পতি। ভাইয়ের মৃত্যুর স্মৃতিচারণ করতে গিয়ে কালাচাঁদ পতি বলেন প্রতিটি মৃত্যুই দুঃখজনক কিন্তু তাকে ভুলে আগামী প্রজন্মকে সুস্থ রাখতে আমাদের শপথ নিতে হবে সমাজসেবায়। সমাজ সেবার মধ্যে শ্রেষ্ঠ সেবা রক্তদান তাই আমাদের আজকের স্লোগান “শোক হোক শক্তি রক্তদানে মুক্তি।” এই বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবিরে ৭ জন মহিলা সহ মোট ৩৭ জন স্বেচ্ছায় রক্ত দান করেন । রক্ত গুলি সংগ্রহ করে বাঁকুড়া জেলা সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সরস্বতী পাত্র, চানু পাত্র, মালা পাত্র সহ পরিবারের সদস্য সদস্যা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। আজকের এই শিবির অন্য ভাবে এলাকায় দৃষ্টান্ত হয়ে রইল তা বলার অপেক্ষা রাখে না।
“শোক হোক শক্তি রক্তদানে মুক্তি “
Published By: Khabar India Online |
Published On: