৪৫০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ কারবারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ গোপন সূত্রে খবর পেয়ে সাড়ে ৪৫০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ কারবারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম আসাদুল শেখ (৩২), তাজেল মিঁয়া (২৫) ও আনোয়ার আলি (১৯)। উল্লেখ্য, ভোররাতে তথ্যের ভিত্তিতে মহদিপুরের লোটন মসজিদ সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ ওই পাচারকরীদের গ্রেপ্তার করে। এই বিষয়ে আইসি মদন মোহন রায় জানান, কালিয়াচক থেকে এই ব্রাউন সুগার গুলি নিয়ে আসা হচ্ছিল। পুরাতন মালদা নারায়ণপুরে ব্রাউন সুগার গুলি ডেলিভারি করার কথা ছিল। আর কে কে এই পাচার চক্রে জড়িত তার তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন -  Ishwari Deshpande: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী !