সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ভাই ফোঁটা পাজি পূঞ্জিকা দেখে করা হয়। প্রতিবছর এই রাশপূর্নিমার দিন বোনেদের মঙ্গল কামনায় বোন ফোঁটার আয়োজনা করা হয়। পাঞ্জি পঞ্জিকায় কোন ব্রত বা নিয়ম নেই তাই মেয়েরা নিজেদের মঙ্গল কামনায় এর আয়োজনা করা হয়। সোমবার মালদার ইংরেজবাজারের বিকেলের উঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবার করোনা আবহে ভাই ফোটার রীতি মেনে চন্দন কাজল শিশির সহ নানা উপকরন দিয়ে এই বোন ফোঁটার আয়োজন করা হয়। ছিল মিষ্টি মুখের আয়োজন। মেয়েরা নিজেদের উদ্যোগে বাড়ি থেকে লুচি মিষ্টি নিয়ে এসে এই আয়োজন করা হয়। উদ্যোক্তরা জানান,ভাইয়েদের মঙ্গল কামনার রীতি রয়েছে। তবে মেয়ে বোনরা অনেক জায়গায় অবহেলিত হয়। সেই দিকে নজর রেখে বোনেদের মঙ্গল কামনায় এই বোন ফোঁটার আয়োজন করা হয়।