বিজেপির বাঁকুড়া জেলা সহ-সভাপতি শ্যামল সরকার (বেনু) কে তৃণমূলের লোকজন মারধর করেছে বলে অভিযোগ

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বিজেপির বাঁকুড়া জেলা সহ-সভাপতি শ্যামল সরকার (বেনু) কে তৃণমূলের লোকজন মারধর করেছে বলে অভিযোগ করেন শ্যামল সরকার। তিনি বলেন শনিবার সন্ধ্যায় তিনি যখন পার্টি অফিস বন্ধ করছিলেন সেই সময় অতর্কিতে বেশ কয়েক জন দুষ্কৃতী হঠাৎ তার উপর চড়াও হয় এবং মারধর করে ও তার কার্যালয়ে আসবাবপত্র ভেঙে দেয় এসব জানিয়ে তিনি আজ খাতড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে মারধর করেছে। এদিকে এ ঘটনা সম্পর্কে বাঁকুড়া জেলা সভাধিপতি তথা রানিবাঁধ বিধানসভায় কো-অর্ডিনেটর মৃত্যুঞ্জয় মুর্মু বলেন এটা বিজেপির দলীয় কোন্দলের ফল। নিজেদের মধ্যে মারামারি করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তৃণমূল কংগ্রেস মারপিটের রাজনীতি পছন্দ করেনা ও বরদাশ্ত করে না আবার কেউ মারপিট করলে তা বরদাশ্ত করবেন না ও সহ্য করবেন না। দলীয় নেতা কে মারধরের খবর পেয়ে খাতড়া দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন বিজেপি নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের বলেন জঙ্গলমহলের মানুষ তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস পায়ের তলার মাটি হারাচ্ছে তাই মমতা ব্যানার্জির নির্দেশে মানুষকে ভয় দেখিয়ে বিধানসভা নির্বাচনে জিততে চাইছে কিন্তু তা কখনোই হবে না। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে লোকসভা নির্বাচনে যেমন বিজেপিকে ভালোবেসেছিল তেমনি বিধানসভা নির্বাচনে দুহাত উজাড় করে ভোট দেবে। বিজেপি সরকার গড়বে সেই ভয়েই তৃণমূল কংগ্রেস এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে।

আরও পড়ুন -  বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ