চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়াই স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা স্বামীর

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়াই স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা স্বামীর। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা
ইংরেজবাজারের এনায়েতপুরের। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে অভিযুক্ত স্বামীকে মেডিকেল করানোর জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পুলিশ ভ্যান ঘিরে বিক্ষোভ দেখায় ওই গৃহবধূর পরিবার।
জানা গেছে আক্রান্ত গৃহবধূর বয়স ২৮। গত ১০ বছর আগে মানিকচকের এনায়েত পুরের বাসিন্দা ইমরান শেখের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর তিনটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ। অভিযোগ গত সাত দিন আগে ওই গৃহবধূ আবার একটি কন্যা সন্তানের জন্ম দেয়। অভিযোগ পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বামী শাবল দিয়ে আঘাত করে তার স্ত্রীকে খুন করার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় এরপরই ওই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই গৃহবধূর পরিবার এই ঘটনায় অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবি তুলেছেন। এদিকে অভিযুক্ত স্বামীকে মেডিকেল করার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ওই গৃহবধূর পরিবার পুলিশ ভ্যান ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।

আরও পড়ুন -  এবার গঙ্গার নিচে ছুটবে মেট্রো, হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো চালু হচ্ছে