সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পেঁয়াজের ঝাঁজে পকেটে টান মধ্যবিত্তের। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। হাফ সেঞ্চুরি করার পর সেঞ্চুরির পথে ব্যাটিং পেঁয়াজের। খোলাবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা থেকে ৭০ টাকা কিলো দরে। এমত অবস্থায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। তবে আগামী ১৫ দিনের মধ্যেই পিয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানালেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু। তিনি জানান বিহার, উত্তর প্রদেশ সহ ভিন রাজ্য থেকে পিয়াজের পরিমাণ পশ্চিমবঙ্গে কম আশায় পেঁয়াজের দাম বাড়ছে তবে আগামী ১৫ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে পেঁয়াজের দাম।
অন্যদিকে এই বিষয়ে রথবাড়ি সবজি বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা জানালেন, অগ্নিমূল্য পেঁয়াজের দাম। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। এদিকে পেঁয়াজের দাম বেড়ে চলায় সমস্যায় পড়েছেন তাদের মত মধ্যবিত্তরা।