খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ব্রিকস গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত সমঝোতা পত্রটি নিয়ে আলোচনা হয়েছে।
৫টি দেশের মধ্যে খেলাধুলার বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে বিভিন্ন তথ্যের আদান-প্রদান করা হবে এবং ক্রীড়া বিজ্ঞান, ওষুধ, প্রশিক্ষণের বিভিন্ন দিকের মানোন্নয়ন ঘটানো হবে। এরফলে আমাদের দেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানগুলিতে ভালো ফল করবেন এবং ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
ক্রীড়া ক্ষেত্রে এই ৫টি দেশের মধ্যে সহযোগিতার ফলে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ ও অঞ্চল ভেদে সমস্ত খেলোয়াড়-ই উপকৃত হবেন। সূত্র – পিআইবি।