টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ অমিত সাহ ভুত মমতা ব্যানার্জি কে তাড়া করে বেড়াচ্ছে, তাই টুকলি করছে বিজেপিকে , বললেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি।
বুধবার সকালে আসানসোলের কোট মোড় এলাকায় চা চর্চার অনুষ্ঠানে এসেছিলেন বিজেপি নেতা তথা রাড় বাংলার অবজারভার রাজু ব্যানার্জি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই সহ আসানসোলের স্থানীয় বিজেপি নেত্বৃত্য। এদিনের অনুষ্ঠানে কয়েকজন বিজেপি দলে যোগদান করে বলে জানান লক্ষণ ঘড়ুই।
আরও পড়ুন - VIDEO: দুর্দান্ত নাচ পাকিস্তানি মেয়ের, ‘মানিকে’, পিছনে ফেলেছে নোরা ফাতেহিকে, ভিডিও দেখুন