সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ বাঁকুড়ার রাইপুরে আমরা সবাই ফুটবল প্রেমীর উদ্যোগে যে দুদিনের ঐতিহাসিক চুয়াড় বিদ্রোহ স্মৃতি কাপের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল আজ চূড়ান্ত পর্যায়ের খেলায় দিগার একাদশ রাওতোড়া বনাম অর্ণবী একাদশ বাঁজীকুসুম অংশগ্রহণ করে। অর্ণবি একাদশ দীগার একাদশকে ২-০ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। জয়ী, বিজয়ী দল ছাড়াও সেমিফাইনালে অংশগ্রহণকারী দল দেরও পুরস্কৃত করা হয়। দুদিনের এই খেলা দেখতে মাঠে হাজার হাজার ফুটবলপ্রেমী হাজির হয়েছিলেন। উদ্যোক্তাদের মধ্যে জয় নাদ, অর্ক মান্ডি পরিমল মাহাতরা বলেন করোনা পরিস্থিতির কারণে মানুষের মুখ থেকে হাসি মিলিয়ে গেছে। জঙ্গলমহল বাসীদের মুখে হাসি ফোটাতে ফুটবল প্রেমী মানুষদের উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ। রাইপুর এলাকার মানুষের ও রাইপুর গ্রাম পঞ্চায়েতের সার্বিক সহযোগিতায় আমরা এই খেলাটি সুসম্পন্ন করতে পারলাম এর জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন সমাজসেবী গণেশ মাহাত, বাঁকুড়া জেলা তৃনমূল কংগ্রেসের সম্পাদক তথা সমাজসেবীগৌতম বিশ্বাস, বিশ্বজিৎ ঘোষাল, শিক্ষক গৌতম মন্ডল, মুচিরাম দুলে, ফুটবল প্রেমী ও রেফারি শেখ জেরার হোসেন, অশোক কাহার, প্রমূখ ব্যক্তিত্ব। জয়ী ও বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ মূল্য তুলে দেন অতিথিবৃন্দ।
দুদিনের ঐতিহাসিক চুয়াড় বিদ্রোহ স্মৃতি কাপের ফুটবল প্রতিযোগিতা
Published By: Khabar India Online |
Published On: