
টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ শিল্পাঞ্চলে জগদ্ধাত্রী পুজো আসানসোলের۔ কুলটি থানার বোড়ীরা গ্রামে বোড়ীরা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো ২৫তম বর্ষ পদার্পন করলো! এই বছর থিম সোনার পুতুল !পুজো উদ্যেক্তা শুভাশীশ মুখার্জী বলেন করোনা ভাইরাসের থেকে যেন মানুষ কে মুক্ত করে আবার শান্তী ফিরে পাই। মা জগদ্ধাত্রী কাছে এটাই চাই। তবে অন্যবছর নানা রকম সংগীত অনুষ্টান করা হলেও করোনার কারনে এইবছর কোন অনুষ্টান হয়নি। পুজোমন্ডপে মাস্ক, সেনিটায়েজ ও সামাজিক দূরত্ব মেনে প্রতীমাদর্শন করতে দেখা গেল।

