জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে জৈশ এ মহম্মদের সন্ত্রাসবাদের চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার জন্য সুরক্ষা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর চার সন্ত্রাসবাদীর চক্রান্ত ব্যর্থ করা হয়েছে। তাদের কাছে মজুত থাকা প্রতুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক এই প্রমাণই দেয় যে তারা বড় ধরনের হামলার ছক কষেছিল, যা আবারও ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্রুত সিদ্ধান্তের কারণে ভারত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে

প্রধানমন্ত্রী তাঁর টুইটে আরও জানিয়েছেন যে, আমাদের দেশের সুরক্ষা বাহিনী আবারও চরম সাহসিকতা এবং পেশাদারিত্বের নিদর্শন দিয়েছে। তাঁদের এই সতর্কতার জন্য অভিনন্দন, তাঁরা জম্মু-কাশ্মীরে তৃণমূল পর্যায়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে পেরেছেন। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  বার্সার নাটকীয় জয়