খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ বিশ্বব্যাপী করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও একটি লক্ষ্যণীয় মাইলফলক অর্জন করেছে। দৈনিক ১০ লক্ষ নমুনা পরীক্ষার অঙ্গীকারকে সামনে রেখে দেশে গত ২৪ ঘন্টায় ১০ লক্ষ ৬৬ হাজার ২২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, ভারতের নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে ১৩ কোটি ৬ লক্ষ ৫৭ হাজার ৮০৮ হয়েছে। কেবল ১০ দিন সময়ের মধ্যেই শেষ ১ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে দৈনিক ১০ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষার গড় হার অব্যাহত থাকায় আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। বর্তমানে এই হার কমে দাঁড়িয়েছে ৬.৯৩ শতাংশ। শুক্রবার দৈনিক আক্রান্তের গড় হার ছিল ৪.৩৪ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ২৩২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৪.৩৪ শতাংশে। অধিক সংখ্যায় নমুনা পরীক্ষার ফলে দেশে আক্রান্তের হার লাগাতার কমলেও ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে কোভিড আদর্শ আচরণ মেনে না চলার দরুণ আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে আক্রান্তের সংখ্যা কমানোর জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নমুনা পরীক্ষার হার বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় নমুনা পরীক্ষার হার সর্বভারতীয় গড় হারের তুলনায় বেশি। অন্যদিকে, ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় নমুনা পরীক্ষার হার জাতীয় গড়ের তুলনায় কম।
বর্তমানে ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৭৪৭, যা মোট আক্রান্তের কেবল ৪.৮৬ শতাংশ।
ভারতে গত ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৭১৫ জন আরোগ্য লাভ করেছেন। এর ফলে, মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ লক্ষ ৭৮ হাজার ১২৪। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৬৭ শতাংশ। সুস্থতার সংখ্যা এবং সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যার মধ্যে ফারাক আরও বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৩৮ হাজার ৩৭৭।
গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের ৭৮.১৯ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। দিল্লি থেকে আরোগ্য লাভ করেছেন ৮ হাজার ৭৭৫ জন। মহারাষ্ট্র থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৪৫ জন এবং কেরল থেকে ৬ হাজার ৩৯৮ জন।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্তদের ৭৭.৬৯ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। দিল্লি থেকে সর্বাধিক ৬ হাজার ৬০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কেরল থেকে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৮ জন। মহারাষ্ট্র থেকে গতকাল আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৪০।
দেশে গত ২৪ ঘন্টায় ৫৬৪ জনের করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮২.৬২ শতাংশের মৃত্যু হয়েছে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। সর্বাধিক ১৫৫ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দিল্লি থেকে মারা গেছেন ১১৮ জন। সূত্র – পিআইবি।