28 C
Kolkata
Friday, March 29, 2024

ডায়াবেটিসে আক্রান্তদের অভ্যন্তরীণ ক্ষতের চিকিৎসায় দ্রুত আরোগ্য লাভের জন্য স্পিরুলিনা থেকে প্রাপ্ত হাইড্রোজেল সাহায্য করবে : আইএনএসটি-র বিজ্ঞানীরা

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ডায়াবেটিক রোগীদের অভ্যন্তরীণ ক্ষতের দ্রুত নিরাময়ের জন্য স্পিরুলিনা থেকে প্রাপ্ত হাইড্রোজেল ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর শরীরে দেওয়া হলে দ্রুত আরোগ্য লাভ সম্ভব। ডায়াবেটিক রোগীদের ক্ষতে বার বার ড্রেসিং করার সময় চিকিৎসা সংক্রান্ত জটিলতার কারণে এই ক্ষত সারতে সময় লাগে। কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ত্ব শাসিত সংস্থা মোহালির ইন্সটিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসএসটি)-এর বিজ্ঞানীরা সম্প্রতি কাপ্পা-ক্যারাজিনান থেকে একটি হাইড্রোজেলের উদ্ভাবন করেছেন, যে হাইড্রোজেলটি আসলে সামুদ্রিক শৈবাল সিউইড এবং স্পিরুলিনা থেকে পাওয়া যায়। এই যৌগটি লাল সিউইড থেকে জলে দ্রাব্য পলিস্যাকারাইট এবং স্পিরুলিনা থেকে প্রাপ্ত এক ধরণের প্রোটিন সি-ফাইকোসাইনিন থেকে তৈরি হয়। এই যৌগটির মাধ্যমে ডঃ সুরজিৎ কর্মকারের নেতৃত্বে একদল গবেষক ফ্লুরোসেন্টধর্মী হাইড্রোজেল তৈরি করেছেন যেটি প্রয়োগ করে ডায়াবেটিক রোগীদের অভ্যন্তরীণ ক্ষত দ্রুত সারানো সম্ভব। আইএনএসটি-র গবেষকরা দেখেছেন সব বয়সী লোকেদের জন্য এটি কার্যকর হবে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  বন্দে ভারত ট্রেন নিয়ে বড় আপডেট, চালু হবে এই সব রুটে

Latest News

Web Series: উল্লুর সবচেয়ে হট ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, বাচ্চাদের সামনে দেখা যাবে না

Web Series টি ১৮+উদ্ধের জন্য করা হয়েছে। এই যুগে ব্যস্ততা এত বেশি বেড়েছে মানুষের হাতে সময় নেই বলা চলে।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img