ছট উৎসব উপলক্ষে মহানন্দা নদীর মিশন ঘাট পরিদর্শন করলন জেলা প্রশাসনের প্রতিনিধি দল

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ছট উৎসব উপলক্ষে মহানন্দা নদীর মিশন ঘাট পরিদর্শন করলন জেলা প্রশাসনের প্রতিনিধি দল।উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ,ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ জানান এবারে ডোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। তার পাশাপাশি যাবতীয় ব্যবস্থ হয়েছে। এবছর মহানন্দা নদীর জল অনেকটাই কমেছে তাই মাটি ফেলে ঘাট উঁচু করা হচ্ছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি করোনার জন্য কোনরকম আতশবাজিও পাঠানো যাবে না এবছর।

আরও পড়ুন -  Gold Price after Union Budget: আরও দামী হল সোনা, বাজেট ঘোষণার পর, ব্যবসায়ীদের হাত মাথায়

অন্যদিকে ছট উৎসব ঘিরে মহানন্দা নদীর মিলন ঘাট ,বালুচর সহ একাধিক ঘাটে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। সেজে উঠেছে ঘাটগুলি।