খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তুরস্কের প্রাক্তন রেসলার রেসিত কারবাকাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। কারবাবাক ছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। তুরস্কের রেসলিং ফেডারেশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।
করোনায় আক্রান্ত হওয়ার পর হার্ট অ্যাটাক হয় কারবাকাকের। সঙ্গে সঙ্গেই তুরস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু করোনার সঙ্গে লড়াইয়ে আর পেরে উঠেননি। বৃহস্পতিবার বুরসা উত্তর প্রদেশে তাকে সমাহিত করা হবে।
১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ফ্রি স্টাইল ক্যাটাগরিতে যোগ দিয়েছিলেন কারাবাকাক। রেসলিং থেকে অবসরে যাওয়ার পর তুরস্কের জাতীয় দলকে কোচিং করিয়েছেন সাবেক এই রেসলার।