বিহারের ছায়া এখানে, বিহারে নিতিশ সরকার ও বিজেপি ছট পুজার পারমিশন দিচ্ছে না।এখানেও তাই দেখতে পাচ্ছি : জিতেন্দ্র তেয়ারি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বৃহস্পতিবার সকালে আসানসোলের বিভিন্ন ছট ঘাট পরিদর্শনে যান পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি ।আসানসোলের কুলটিতে লোকো ট্যাঙ্ক এলাকায় একটি ছট ঘাটের পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়ে অভিযোগ তুলে বলেন, প্রতিবছর রেল এখানে কিছু না কিছু কাজ করে। এ বছর এখানে কিছু কাজ করেনি।রেলের যারা কর্তাব্যক্তিরা আছেন,তারা জানেন প্রতি বছর প্রচুর মানুষ এখানে আসেন ছট পুজা করতে। ভোটের আগে ছট ব্রতিদের ভোট চাই।ভোট পেরিয়ে গেলে তাদের খোঁজ রাখে না বলেও অভিযোগ করেন জিতেন্দ্র বাবু। তিনি আরো বলেন, বিহারে ছট পুঁজির পারমিশন দিলো না। আর এখানেও কেন্দ্রীয় যে সংস্থা আছে তারা যে পরিষেবা দিত সেগুলো থেকেও মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে।

আরও পড়ুন -  President Shri Ram Nath Kobind: রাষ্ট্রপতি ২০২০-র সাহসিকতা পুরস্কার প্রদান করেছেন