টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রানীগঞ্জের দামোদরের স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন কিশোরী মঙ্গলবার এই ঘটনাটি ঘটে রানীগঞ্জের মথুরা চন্ডী ঘাটে দামোদর নদ এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের জ্ঞান ভারতী স্কুল নামে এক বেসরকারি স্কুলের একাদশ শ্রেণীর ৪ ছাত্র প্রাইভেট টিউশন পড়ে নদীতে স্নান করার ইচ্ছে জাহির করে এরপরই চার বন্ধু মিলে নদীতে গিয়ে স্নান করতে নামলেও এক বন্ধু ফিরে আসে বাবার ডাকে সেখানে অন্য সকল বন্ধুরা নদীতে স্নান করতে নামে নিজেদের জামাকাপড় সব নদীর ধারে রেখেই এরপর থেকেই নিখোঁজ ৩ একাদশ শ্রেণির ছাত্র মঙ্গলবার দুপুরে এই খবর তার আত্মীয় স্বজনরা পেলে জোর তল্লাশি শুরু করে দামোদর নদ এলাকায় যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ মেলেনি নিখোঁজ ছাত্রের। ঘটনার খবর পুলিশ পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করে স্থানীয়রা এ কাজে হাত লাগাই। এর মধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট এর বিশেষ দলকে নদীর তল্লাশির জন্য ডাকা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। জানা গেছে নিখোঁজ ওই তিন ছাত্র রানীগঞ্জের জ্ঞান ভারতী স্কুলের বছর ১৬ রোশন সিং ভগৎ পাড়ার বাসিন্দা, অভিষেক মিশ্র কেজি লেনের বাসিন্দা ও অভিষেক মাহাতো এলাকার বাসিন্দা বলে । মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোরদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন ও স্থানীয় এলাকার বাসিন্দা ও ওই তিন কিশোরের পরিবারের সদস্যরা।
রানীগঞ্জের দামোদরের স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন কিশোর
Published By: Khabar India Online |
Published On: