সাধন কুমার মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ সরকারি নিয়মে সরকারি কর্মচারীদের বদলির নিয়ম রয়েছে সেই সূত্রেই 21- 8- 2017 তারিখে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারীক হিসাবে কাজে যোগ দিয়েছিলেন সঞ্জীব দাস, আজ তিনি অন্যত্র বদলি হয়ে চলে যাওয়ার মুহূর্তে তাকে বিদায় সম্বর্ধনা জানালো রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ের কর্মীবৃন্দ এবং আজ থেকে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দায়িত্ব সামলাবেন রঞ্জন সর্দার তাকেও সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাল কর্মীবৃন্দ। বিদায়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দাস এর কাজের স্মৃতিচারণা করেন অনির্বাণ পাত্র, নবারুণ মন্ডল, সৌভিক সামন্ত, সুব্রত দে, সুভাষ মন্ডল, মনোজ কুমার চৌধুরী, কৃষ্ণেন্দু দাস, বুদ্ধদেব মন্ডল, নিরঞ্জন তন্তুবায়, অস্থায়ী কর্মী তুহিন সরকার ও বিশ্বজিৎ সাহু সকলেই বিদায়ী আধিকারিকের সার্বিক সহযোগিতার কথা বলেন।
বিদায়ী ভাষণে সঞ্জীব দাস বলেন কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে দুই-একজন জন কর্মীর সাথে মনোমালিন্য হয়েছে ঠিকই কিন্তু তা কয়েক মুহূর্তে মিটে গেছে। কাজ করতে গেলে সকলের সহযোগিতা দরকার আমি সমস্ত কর্মচারীদের সার্বিক সহযোগিতা পেয়েছি। তাছাড়া দুজন অস্থায়ী কর্মচারী তুহিন সরকার ও বিশ্বজিৎ সাহু অক্লান্ত পরিশ্রম করে আমাকে আমার সহকর্মীদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিদায়ী ও আগত দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক কে কার্যালয়ের কর্মচারীদের পক্ষ থেকে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়।