দাদার অনুগামীদের পোষ্টার দেখা গেল আসানসোলে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ এবার দাদার অনুগামীদের পোষ্টার দেখা গেল আসানসোলে ৷ শুক্রবার সকালে আসানসোলের কালীপাহাড়ি অঞ্চল ও আসানসোল উত্তর বিধান সভার স্যেনরেল রোডে শুভ বিজয়া কালী পুজো দীপাবলি ও ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে এই পোষ্টার পড়েছে। যেখানে কোনো নেতার নাম নেই। রয়েছে তৃণমূলের বিতর্কিত মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। পোষ্টারের তলায় লেখা আছে আমরা দাদার অনুগামী। তবে কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে তা স্পষ্ট নয়৷

আরও পড়ুন -  Local Train Cancelled: বাতিল হবে হাওড়া শাখার এই ট্রেনগুলো ৩৫ দিন, নিত্যযাত্রীদের চরম সমস্যা হতে পারে