সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে ৪০০ টাকা করে নিয়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে হাতেনাতে ধরলেন খোদ সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে এই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এই চক্রে আর কে কে যুক্ত তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম রতন সিং। বাড়ি মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়। বেশ কিছুদিন ধরেই মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে গ্রাম উন্নয়ন ভবনের নিচে আধার সেবাকেন্দ্রে দালালচক্রের অভিযোগ উঠে আসছিল। অভিযোগের ভিত্তিতে আজ আচমকাই সদর মহকুমা শাসক হানা দিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে ৪০০ টাকা করে নিয়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে
Published By: Khabar India Online |
Published On: