সালানপুর ব্লকে বিডিও হিসেবে দায়িত্ব নিলেন আর এক কৃতি মহিলা অদিতি বসু

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আকাঙ্ক্ষা ভাস্করের পর দীর্ঘ কয়েক বছরের ব্যবধানে সালানপুর ব্লকে বিডিও হিসেবে দায়িত্ব নিলেন আর এক কৃতি মহিলা অদিতি বসু। আজ ১১ নভেম্বর তিনি পূর্বতন বিডিও তপন কুমার সরকারের কাছ থেকে দায়িত্বভার বুঝে নিলেন । অদিতিদেবীর এই ব্লকে প্রবেশের সময়টিকে স্মরণীয় করে রাখতে আদিবাসী নৃত্য ও বাদ্যের আয়ােজন করেছিলেন স্থানীয় আদিবাসী সমাজ । যা দেখে প্রথমেই অভিভূত হয়ে যান নতুন বিডিও। এই দিন তাকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অভ্যর্থনা জানানাে হয়। সালানপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি , বিদ্যুৎ মিশ্র , ভােলা সিং প্রমুখ তাকে স্বাগত জানান। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েতের প্রধানগণ এবং ব্লক কার্যালয়ের কর্মী আধিকারিকেরা তাকে স্বাগত জানান। এদিন বিডিও অদিতি বসু জানান, এর আগে তিনি বর্ধমান -২ শক্তিগড় ব্লকের দায়িত্ব পালন করেছেন। জানা যায় ২০১৭ সাল থেকে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সেখানে প্রশাসনিক দায়িত্ব সম্পন্ন করেন। আদতে কলকাতার বাসিন্দা হলেও পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের নিরসায় তার মামার বাড়ি হওয়া সূত্রে এই অঞ্চলে কিছুটা যাতায়াত আছে বলে জানান। সাহিত্য সংস্কৃতির প্রতি অনুরক্ত অদিতিদেবীর লক্ষ্য সালানপুর ব্লককে সমস্ত দিক দিয়ে মানুষের কাছে আরও উপযােগী এবং উন্নত করে তােলা।

আরও পড়ুন -  খাদি এবং গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশন দীপাবলির জন্য মসলিন ফ্যাব্রিকের তৈরি উচ্চমানের মাস্ক বাজারে এনেছে