খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ সাগর-২ মানবিক মিশনের অধীনে নৌবাহিনীর জাহাজ ঐরাবত ১০ই নভেম্বর জিবুতি বন্দরে পৌঁছেছে। ভারত সরকার প্রাকৃতিক বিপর্যয় এবং কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভুত সংকট থেকে বেরিয়ে আসার জন্য বন্ধু রাষ্ট্রগুলিকে সাহায্য করে থাকে। এর অঙ্গ হিসেবে আইএনএস ঐরাবতের মাধ্যমে জিবুতির জনসাধারণের জন্য খাদ্য সাহায্য পাঠানো হয়েছে।
১১ই নভেম্বর জিবুতি বন্দরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেদেশের সমাজ কল্যাণ মন্ত্রকের মহাসচিব মেমে ইফরাহ আলি আহমেদ জিবুতিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শ্রী অশোক কুমারের কাছ থেকে এই সাহায্য গ্রহণ করেছেন। আইএনএস ঐরাবতের কমান্ড্যান্ট প্রশান্ত কুমার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্যায়ের সাগর মিশনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংশ্লিষ্ট অঞ্চলের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য এই উদ্যোগের সূচনা করেছেন। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামুদ্রিক কোন সংকট দেখা দিলে ভারতীয় নৌবাহিনী প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভারত তার সামুদ্রিক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী। প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের সমন্বয় বজায় রেখে সাগর মিশনের কাজ করা হচ্ছে। সূত্র – পিআইবি।