বাঁকুড়ার জঙ্গলমহলের বিক্রমপুর বাজারে তৃণমূলের বিজয়া সম্মেলন

Published By: Khabar India Online | Published On:

সাধন কুমার মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ বুধবার বাঁকুড়ার জঙ্গলমহলের বিক্রমপুর বাজারে তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠান মঞ্চেকোথাও ঘাসফুল প্রতীক দেখা যায়নি। ফ্লেক্স এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও ঘাসফুল প্রতীক ছিল না।দলের বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক তথা দক্ষিণ বাঁকুড়ার তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম, দিদির প্রিয় পাত্র দিলীপ পন্ডা তার বক্তব্যে আগাগোড়া ব্লক কমিটির বিরোধিতা করেন।বিরোধিতা করেন দলের প্রাক্তন যুব সভাপতি মধুসূদন কর্মকার।

আরও পড়ুন -  Web Series: লজ্জার চূড়ান্ত সীমা অতিক্রম এই ওয়েব সিরিজে, এই দৃশ্য আছে, একদম একলা দেখবেন

এই দুই নেতার অভিযোগ ব্লক কমিটি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে জোর করে অঞ্চল এবং বুথ স্তরের কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া রাজনীতি করছেন। এই কারণে দীলিপবাবুর কথামতো এদিন বিক্রমপুর অঞ্চলের সমান্তরাল অঞ্চল কমিটি এবং বুথ কমিটি গঠন করা হলো। এ বিষয়ে জানতে চাইলে তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র জানালেন জেলা নেতৃত্ব যোগ্য মানুষদের দিয়ে দল পরিচালনা করছেন। তাতে যদি কারো গায়ে চুলকানি ধরে আমার বলার কিছু নেই। এদিনের সম্মেলনে পুরানো দিনের তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন দলের প্রাক্তন ব্লক সভাপতি সহ একাধিক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান। প্রাক্তন যুব সভাপতি মধুসূদন কর্মকার জানালেন আগামী দিনে আমরা বড় ধরনের সিদ্ধান্ত নিতে চলেছি। দাদার অনুগামী ,প্রশ্ন করতে তিনি বলেন হলেও হতে পারে।এদিকে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় দাদার অনুগামী ফ্লেক্স ব্যানার পোস্টারে পোষ্টারে ছয়লাপ।

আরও পড়ুন -  প্রশাসনিক প্রধানদের নিয়ে বৈঠক করতে মালদায় এলেন পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা