প্রধানমন্ত্রী কটক শাখার আয়কর দপ্তরের অ্যাপিলেট ট্রাইব্যুনালের জন্য দপ্তর ও আবাসনের উদ্বোধন করবেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ই নভেম্বর বিকেল ৪-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কটকের আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনাল (আইটিএটি) দপ্তর ও আবাসনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় আইন মন্ত্রী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, ওড়িশার মুখ্যমন্ত্রী, ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা এবং বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে আইটিএটি-র উপর একটি বৈদ্যুতিন কফি টেবিল বুক প্রকাশ করা হবে ।

আয়কর দপ্তরের অ্যাপিলেট ট্রাইব্যুনাল যা আইটিএটি হিসেবে পরিচিত, প্রত্যক্ষ করের ক্ষেত্রে একটি এ বিধিবদ্ধ সংস্থা। এই ট্রাইব্যুনালের রায় বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয় এবং এগুলিকেই চূড়ান্ত আদেশ বলে বিবেচনা করা হয়। বর্তমানে ঝাড়খণ্ড হাইকোর্ট ও গুজরাট হাইকোর্টের প্রাক্তন বিচারপতি পি টি ভাট এই ট্রাইব্যুনালের প্রধানের দায়িত্ব পালন করছেন। আইটিএটি ১৯৪১ সালের ২৬শে জানুয়ারি গঠন করা হয়েছিল। দেশের মধ্যে এটিই প্রথম ট্রাইব্যুনাল হওয়ায় একে ‘মাদার ট্রাইব্যুনাল’ হিসেবে চিহ্নিত করা হয়। ১৯৪১ সালে দিল্লি, বম্বে এবং কলকাতা – এই তিনটি শহরে এই ট্রাইব্যুনালের তিনটি বেঞ্চ ছিল। বর্তমানে দেশের ৩০টি শহরে এর ৬৩টি বেঞ্চ এবং দুটি সার্কিট বেঞ্চ রয়েছে।

আরও পড়ুন -  কেমন থাকবে আজকের আবহাওয়া? আজ নামবে কি বৃষ্টি! জেনেনিন এক ঝলকে

আইটিএটি-র কটক শাখা ১৯৭০ সালের ২৩শে মে তৈরি করা হয়। সমস্ত ওড়িশা রাজ্যই কটক শাখার অন্তর্ভুক্ত। ৫০ বছরেরও বেশি সময় ধরে এই ট্রাইব্যুনাল ভাড়া বাড়িতে কাজ করছিল। আইটিএটি-র কটক শাখার নবনির্মিত অফিস ও আবাসন ১.৬ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে। ওড়িশা সরকার ২০১৫ সালে বিনামূল্যে এই ট্রাইব্যুনালকে জমি দিয়েছিল। এখানে ১,৯৩৮ বর্গ কিলোমিটার এলাকায় অফিস তৈরি করা হয়েছে। তিনতলার এই বাড়িতে প্রশস্ত আদালত কক্ষ, অত্যাধুনিক রেকর্ড রুম, বেঞ্চের সদস্যদের চেম্বার, লাইব্রেরি, সম্মেলন কক্ষ ছাড়াও বিচার প্রার্থীদের জন্য প্রশস্ত জায়গা, আইনজীবী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য বার রুমের ব্যবস্থা করা হয়েছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Aadhaar card: নতুন নির্দেশিকা জারি করল ইউআইডিএআই, আধার কার্ডধারীদের জন্য