বিশ্ব বিজ্ঞান দিবসে ২০ ফুট বৃহৎ ম্যাজিক কল উদ্বোধনের মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য বিআইটিএম খুলে দেওয়া হল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বিজ্ঞান সংগ্রহশালাগুলির জাতীয় পরিষদের অন্তর্গত বিড়লা কারিগরি ও প্রযুক্তি সংগ্রহালয় ১০ নভেম্বর তার প্রাঙ্গণে ২০ ফুট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের প্রদর্শনীর জন্য খুলে দিল। এই দিনটি বিশ্ব বিজ্ঞান দিবস এবং আন্তর্জাতিক বিজ্ঞান কেন্দ্র ও বিজ্ঞান সংগ্রহশালা দিবস হিসেবে পালন করা হয়। বিআইটিএম-সহ দেশের সমস্ত সংগ্রহশালাগুলি কোভিড-১৯ মহামারির জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রসংগত এই কারণে গত ১৫ই মার্চ বিআইটিএম বন্ধ হয়ে যায় ।

আরও পড়ুন -  জামিন পেলেন অভিনেত্রী পরীমণি, মাদককাণ্ডে ঘটনায়

সংস্কৃতি মন্ত্রকের নির্দেশ অনুসারে সমস্ত দেশের সব সংগ্রহশালা এবং প্রদর্শশালা আবারো খোলা হচ্ছে। বিআইটিএম ১০ই নভেম্বর দর্শকদের জন্য খুলে দেওয়া হল। তবে, মহামারী প্রতিহত করার জন্য সাধারণ পরিচালন পদ্ধতি মেনে চলতে হবে।

এ কারণে যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে সেগুলি হল :

>অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা

>ঢোকার সময় প্রত্যেকের তাপমাত্রা মাপা হবে

আরও পড়ুন -  হবু শ্বশুরের বিছানায় ঘনিষ্ঠ হলেন যুবতী, বয়ফ্রেন্ড রয়েছে, পরিস্থিতি বিগড়ে গেলো এই সিরিজে

>সবাইকে ফেস কভার এবং মাস্ক সবসময় পরে থাকতে হবে

>পা চালিত হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে এই বিজ্ঞান সংগ্রহশালা প্রাঙ্গনে দর্শকদের প্রয়োজনে

>ব্যবহারের পর ফেলে দেওয়ার জন্য গ্লাভসের-ও ব্যবস্থা করা হয়েছে

>সংগ্রহশালায় নিয়মিতভাবে জীবনুমুক্ত করার কাজ করা হবে

>প্রদর্শনীগুলি স্পর্শ করা যাবেনা

>শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে

>স্পর্শহীন জলের কলের ব্যবস্থা করা হয়েছে

আরও পড়ুন -  Anushka Sharma: অনুষ্কা শর্মার সাহসী ছবি, স্লিভলেস ব্লাউজে স্পষ্ট ক্লিভেজ, ফ্যানদের হুঁশ উড়ল

>বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ঘোষণা মাঝে মধ্যেই করা হবে

বিআইটিএমের নির্দেশক শ্রী ভি এস রামচন্দ্রন ২০ ফুট বৃহৎ ম্যাজিক কলটির উদ্বোধন করেছেন। এই ভাসমান কলটি একটি জলাধারের উপর বসানো আছে। এখান থেকে অবিরত যে জল পড়ছে তার উৎস কোথায়, সেটিই দর্শকদের খুঁজে বার করতে হবে। উত্তর অবশ্যই যুক্তিসঙ্গত হওয়া চাই। সূত্র – পিআইবি।