কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখলেন জেলাশাসক

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক সভায় কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখলেন জেলা শাসক। সোমবার জেলাশাসকের দপ্তরে পিএইচ ই , পিডবলুডি , সহ যতগুলো দপ্তর আছে তাদের নিয়ে কাজের পর্যালোচনা বৈঠক করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। বৈঠক শেষে জেলাশাসক পূর্ণেন্দু বাবু বলেন, জেলাতে যত দপ্তর আছে তাদের কোন কাজ কি পর্যায়ে আছে, তা নিয়ে মিটিং হয়। এটা প্রতি মাসে হয়ে থাকে। জেলার দপ্তর গুলির কাজের অগ্রগতি ভাল আছে বলে জানান তিনি।

আরও পড়ুন -  Pension Update-পরিবর্তন করেছে সরকার পেনশন স্কিমে