টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ এবার দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজো মণ্ডপ খোলামেলা রাখতে হবে। করোনাভাইরাস আবহে বিধি মেনে দুর্গাপুজোয় ছাড় দিয়েছিল রাজ্য সরকার। আর সেটাকেই কাজে লাগানো হয়েছে প্রতিযোগিতায়। কোন পুজো কমিটি কতটা বিধি মেনে পুজো করল, তা বিচার করে এবার সেরা কোভিড সচেতন ১০টি পুজোকে পুরস্কৃত করা হল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে।
এদিন কর্পোরেশনের সম্প্রীতি ভবনে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ১০ট বোরো থেকে একটি করে পুজো কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়।
আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এর সদস্যরা প্রতি বোরো থেকে একটি করে পুজো কমিটির নাম নথিভুক্ত করে। শুক্রবার সেই দশটি পুজো কমিটিকে শারদ সম্মান তুলে দেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি ও বোর্ডের সদস্যরা।
এই অনুষ্ঠানে পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি বলেন যে এই বছর করোনা আবহে প্রতি বছরের মতো এই বছর দুর্গাপুজা ধুমধাম করে করতে পারেনি পূজা কমিটি গুলি। তাও কমিটিগুলি সরকারি স্বাস্থ্য বিধি নিষেধ মেনে খুব ভালো ভাবে পূজা পার করেছে। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তের অনুসারে ১০ টি পূজা কমিটিকে শারদ সম্মান দেওয়া হলো। এই অনুঠানে উপস্থিত ছিল পুরো প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি, পুর সদস্যরা, পৌরানিগমের আধিকারিকরা সহ পুজো কমিটির সদস্যরা।