অবৈধ সম্পর্ক

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার হরিপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম মাম্পি দাস। বয়স ২৩ বছর। আহত অবস্থায় মালদা মেডিকেল ভর্তি রয়েছেন স্বামী বিভাস। স্থানীয় সূত্রে জানা যায় গত দু’বছর আগে মালদা জেলার হবিবপুর থানা বুলবুলচন্ডী এলাকার সোনাডাঙ্গা বাসিন্দা হিরেন সাহার মেয়ের সাথে সামাজিক মতে বিবাহ হয় বামন গোলা থানার নবীন দাসের ছেলে বিভাস দাস এর সাথে। বিভাস দাস প্যান্ডেল মিস্ত্রি। মামণির এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই বিভাস দাস অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। এই নিয়ে মাঝেমধ্যেই স্ত্রী মাম্পি প্রতিবাদ করলে তার ওপর অন্যায় অত্যাচার করত। গতকাল রাতে স্ত্রী আবার প্রতিবাদ করে অবৈধ সম্পর্কের। রাজশাহী দশটা নাগাদ বাড়িতে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় স্ত্রীর গায়ে।

আরও পড়ুন -  Sanjana Sanghi: সুশান্তের শেষ ছবির নায়িকা, স্বল্প পোশাকে সীমা পার করলেন

স্ত্রী চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন ছুটে আসে। প্রথমে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল। সেখান থেকে চিকিৎসার জন্য স্থানান্তর করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালে মৃত্যু হয় ওই গৃহবধূর। নিজের স্বামী বিভাস দাস জানান মাঝেমধ্যে আমাদের ঝামেলা লেগে থাকত সামান্য কারণে। তবে অবৈধ কোন সম্পর্ক ছিল না আমার।গতকালকে স্ত্রী আমার সাথে ঝামেলা করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আমি বাঁচাতে গেলে আমার হাত পা পুড়ে যায়। আমি বর্তমানে ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন -  Mahatma Gandhi: মহাত্মা গান্ধীকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর