টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জেলায় আলুর দর নিয়ন্ত্রণে কৃষিজ বিপণন দফতর ও বাজার নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে সুফল বাংলার স্টলের মাধ্যমে ন্যায্য মূল্যে আলু বিক্রি শুরু করা হয় বৃহস্পতিবার ৷ এদিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বাজার নিয়ন্ত্রক কমিটি ও কৃষিজ বিপণণ দফতরের সামনে সুফল বাংলার একটি স্টল খোলা হয় ৷ যেখান থেকে জন প্রতি ৩ কেজি করে ২৫ টাকা দর মূল্যে আলু বিক্রি করা হয় ৷ জেলায় এরকম মোট ১২ টি অস্থায়ী আউটলেট খোলা হয়েছে বলে জানা গেছে ৷ তবে আলুর বাজার দর নিয়ন্ত্রনে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা ৷ অন্যদিকে কৃষিজ বিপণন দফতরে সুপারিন্টেন্ডন শেখ রহমতুল্লা জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে সুফল বাংলার স্টল বা আউটলেট থেকে কোনো ক্রেতাকেই মাস্ক ছাড়া আলু বিক্রি করা হবে না।
সুফল বাংলার স্টলের মাধ্যমে ন্যায্য মূল্যে আলু বিক্রি শুরু
Published By: Khabar India Online |
Published On: