প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল প্রসাদ কর্মসূচির আওতায় আজ কেরলের গুরুভায়ুরে ভার্চ্যুয়াল পদ্ধতিতে পর্যটক সুবিধা কেন্দ্রের সূচনা করেছেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল প্রসাদ কর্মসূচির আওতায় আজ কেরলের গুরুভায়ুরে ভার্চ্যুয়াল পদ্ধতিতে পর্যটক সুবিধা কেন্দ্রের সূচনা করেছেন। এই উপলক্ষে বিদেশ প্রতিমন্ত্রী শ্রী ভি মুরলীধরণ এবং রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী কে সুরেন্দ্রণ অনুষ্ঠানে যোগ দেন।

শ্রী প্যাটেল আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত তহবিল সর্বাধিক সদ্ব্যবহারের জন্য রাজ্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। পর্যটন ক্ষেত্রের আওতায় পর্যটনের সার্বিক বিকাশে তিনি রাজ্য সরকারকে সবরকম সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন।

আরও পড়ুন -  Resort: চাঁদের মতো রিসোর্ট হচ্ছে দুবাইয়ে, ৫০০ কোটি ডলার ব্যয়ে!

উল্লেখ করা যেতে পারে, দেশে চিহ্নিত পর্যটন ও ঐতিহ্যবাহী নিদর্শনগুলির সুসংবদ্ধ উন্নয়নের জন্য ২০১৪-১৫ সালে পর্যটন মন্ত্রক প্রসাদ কর্মসূচির সূচনা করেন। এই কর্মসূচির মাধ্যমে পর্যটন কেন্দ্র ও ঐতিহ্যবাহী স্থানগুলির সঙ্গে সড়ক ও রেলপথে যোগাযোগ গড়ে তোলা, ন্যূনতম পর্যটন সুযোগ-সুবিধা, নিকটবর্তী স্থানে এটিএম বা অর্থ বিনিময় কেন্দ্র, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, ক্লোক রুম, প্রাথমিক শুশ্রূষা কেন্দ্র, ক্যাফেটরিয়া, টেলিযোগাযোগ ও ইন্টারনেটের সুযোগ-সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন -  Durga Puja: পুজোর আগে সকল বিষয় নিয়ে নির্দেশিকা দিল কলকাতা পুলিশ, দুর্গা পুজো

কেরলের গুরুভায়ুরে প্রসাদ কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সম্পাদনের জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ২০১৭ সালের মার্চ মাসে ৪৫ কোটি ৩৬ লক্ষ টাকা মঞ্জুর করে। ইতিমধ্যেই গুরুভায়ুরে পর্যটক সুবিধা কেন্দ্রের নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এই খাতে খরচ হয়েছে ১১ কোটি ৫৭ লক্ষ টাকা। এছাড়াও, সেখানে পর্যটকদের ন্যূনতম সুযোগ-সুবিধা কেন্দ্র গড়ে তোলা ও বহুস্তরীয় কার পার্কিং নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে নজরদারি পাহাড়া বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Official Poster Of Qatar World Cup: অফিসিয়াল পোস্টার সামনে আসলো কাতার বিশ্বকাপের