সাধন কুমার মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ রক্তদানের মধ্য দিয়ে বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করল সিমলাপাল ব্লকের মই ধরা গ্রামের সিংহ মহাপাত্র পরিবার। যার মূল উদ্যোক্তা হলেন প্রয়াত নরসুন্দর সিংহ মহাপাত্র এরছোট ছেলে নবারুণ সিংহ মহাপাত্র। তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী। কেন এই রক্তদান শিবিরের আয়োজন এই প্রসঙ্গে নবারুণ বাবু বলেন আমি একজন স্বাস্থ্যকর্মী আমি দেখেছি রক্তের অভাবে কিভাবে মানুষ হন্যে হয়ে ছুটে বেড়ায় পরিবার-পরিজনকে বাঁচানোর জন্য। তাছাড়া থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা রক্তের অভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে তাদের বাঁচাতে, অসহায় মানুষদের অসময়ে রক্ত পেতে আমার এই ক্ষুদ্র আয়োজন বলে মনে করি। বাবার প্রথম মৃত্যুবার্ষিকী রক্তদানের মধ্য দিয়ে শুরু করেছিলাম সেবারে পরিবারের লোকজন, গ্রামবাসী ও এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় সাফল্য পেয়েছিলাম তাই বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন। আজকের শিবিরে পাঁচজন মহিলা সহ মোট ৩৬ জন স্বেচ্ছায় রক্ত দান করেন.। উল্লেখ্য পেশায় শিক্ষক হর সুন্দর সিংহ মহাপাত্র। ২০১৮ সালের আজকের দিনে মারা যান। তার মৃত্যু দিবস সমাজসেবায় উৎসর্গ করতে রক্তদান শিবিরের আয়োজন করে মইধরার সিংহ মহাপাত্র পরিবার। এই পরিবার মনে করেন পিতৃতর্পণ এর এটাই সর্বশ্রেষ্ঠ তর্পন। রক্তদান সর্বশ্রেষ্ঠ দান। বেশি বেশি শিবির করে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এলাকার মানুষজন কে আজকের শিবিরে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী ও রক্তদান আন্দোলনের উপদেষ্টা নিমাই চক্রবর্তী। করোনা আবহাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে আজকের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।