বিখ্যাত বেহালা বাদক শ্রী টি এন কৃষ্ণানের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, বিখ্যাত বেহালা বাদক শ্রী টি এন কৃষ্ণানের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, “বিখ্যাত বেহালা বাদক শ্রী টি এন কৃষ্ণানের প্রয়াণে সঙ্গীত জগতে একটি বড় শূন্যতার সৃষ্টি হল। তাঁর কাজ ও সৃষ্টি আমাদের সংস্কৃতির অন্তর্নিহিত ভাবনা ও আবেগকে বিস্তৃতভাবে প্রকাশ করে। তরুণ সঙ্গীতজ্ঞদের কাছে তিনি ছিলেন আদর্শ পরামর্শদাতা। তাঁর পরিবার ও গুনমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“ সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Sara Ali Khan: খুবই খারাপ ছিল আমার জন্য ২০২০ সাল