বিজয় শীলের হত্যার ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ জুড়ে থানা ঘেরাও ও ডেপুটেশন

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বিজয় শীলের হত্যার ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ জুড়ে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নিল বিজেপি। তারই অঙ্গ হিসাবে সোমবার ইংলিশ বাজার উত্তর ও দক্ষিণ নগর মন্ডল বিজেপির পক্ষ থেকে ইংরেজবাজার থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। মালদা শহরের পুরাটুলি বাঁধ থেকে এই মর্মে একটি মিছিল বের হয়। মিছিলটি ইংরেজবাজার থানার সামনে এসে শেষ হয়। সেখান বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর একটি দাবি সনদ তুলে দে ওয়া হয় আইসির হাতে।

আরও পড়ুন -  ভারতের বাজারে আসছে Hero Mavrick 440, অ্যাডভেঞ্চার বাইক, EICMA 2024-এ প্রকাশ