ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারী ব্যক্তিকে গ্রেফতার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ মেহেরাপুর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারী ব্যক্তিকে গ্রেফতার করল। তার কাছ থেকে
উদ্ধার হয় ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ মেহেরাপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে উদ্ধার হয় তার কাছ থেকে মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট। পুলিশ ধৃত পাচারকারীকে শনিবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায় ওই পাচারকারীদের নাম আনারুল শেখ তার বাড়ি কালিয়াচকের বালিয়াপুর এলাকায় সে কালিয়াচক থেকে ট্যাবলেট গুলি সংগ্রহ করে মেহেরাপুর হয়ে পঞ্চনন্দপুর দিকে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল ।
কিন্তু পুলিশের খবর অনুযায়ী
পাচারের আগেই পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে । উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট বাজারমূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।

আরও পড়ুন -  পশ্চিম বর্ধমান জেলার ২৬৩৩ জন পুরোহিতকে ভাতার আওতায় আনা হয়েছে