ওয়াসিম বারি, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ KMDA -র চিফ ইঞ্জিনিয়ার শিশির বৈদ্যর নেতৃত্বে প্রতিনিধি দল হাবড়া তে।
গত কয়েকমাস ধরে বৃষ্টির জমা জলে আটকে রয়েছেন হাবড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা। সম্প্রতি ঘরের মধ্যে জমা জলে পড়ে মৃত্যু হয়েছে ছোট্ট এক শিশুর। তারপর টনক নড়ে প্রশাসনের। হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনবার ঘুরে গিয়েছেন দুর্গত এলাকায়। পৌর প্রশাসক নীলিমেশ দাসও ভেলায় চেপে এলাকা পরিদর্শন করেছেন। মন্ত্রীর নির্দেশে পাম্প চালিয়ে চলছে জল সরানোর কাজ। কিন্তু তাতে স্থায়ী সমাধান নয় বলে মত দুর্গত বাসিন্দাদের। অবশেষে শনিবার কেএমডিএ-র চিফ ইঞ্জিনিয়ার শিশির বৈদ্যর নেতৃত্বে প্রতিনিধি দল দুর্গত এলাকা পরিদর্শনে আসেন। গোটা এলাকা ঘোরার পর তাঁরা হাবড়া পৌরসভায় বৈঠক করেন। যদিও সংবাদমাধ্যমের কাছে তিনি কিছু মুখ খোলেননি।