۔ জয়ন্ত সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ভুতের গ্রামে লক্ষ্মীপুজো হ্যাঁ এটাই প্রচলিত ছিল কুলটি অঞ্চল, ওয়ার্ড নম্বর ৬১ বেনা গ্রাম লক্ষ্মী পুজোর সময় গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে লক্ষ্মীপুজো করে, বাকি সময় এই গ্রামে কেউ থাকেনা ,প্রায় ১০০ বছরে ধরে চলে আসে লক্ষ্মী পূজার আয়োজন, প্রচলিত আছে এই গ্রামে ভূতের আতঙ্ক গ্রাম ছেড়েছে গ্রামবাসীরা কিন্তু ঠিক লক্ষী পূজার সময় গ্রামবাসী এসে মিলিত ভাবে লক্ষ্মীপুজো করে, চারিদিকে প্রচার হয়েছে এই বেনা গ্রামে রয়েছে ভূত, সেই আতঙ্কে এক এক করে গ্রাম ছেড়েছে গ্রামবাসীরা, কিন্তু লক্ষি পূজোর সময় সকলে মিলিতভাবে সেই গ্রামে এসে জাঁকজমক ভাবে লক্ষ্মী পূজার আয়োজন করে, সারাদিন সারারাত সকলে আনন্দ করে পুজো শেষ হলেইএই গ্রাম ছেড়ে চলে যায়,স্থানীয় গ্রামবাসীরা জানান এই গ্রামে ভুতের কোনো ব্যাপার নেই উন্নয়নের জন্য রাস্তার লাইট থেকে বিভিন্ন উন্নয়নের জন্য গ্রাম ছাড়তে হয়েছে গ্রামবাসীদের,তা ছাড়া কর্ম সূত্রে বিভিন্ন জাগায় যেতে হয়েছে এই গ্রামের লোকেদের , কিন্তু পৌরসভার থেকে রোড লাইট সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে , কিন্তু গ্রামের ফিরে আসে নি বাসিন্দারা! প্রশ্ন টা থেকে যাচ্ছে তাহলে কি ভূতের আতঙ্কে গ্রাম ছেরে ছিলো গ্রামবাসীরা!
বছরে এক বার লক্ষী পুজোর সময় বেনা গ্রামে আসেন গ্রামবাসীরা ۔۔۔۔
Published By: Khabar India Online |
Published On: