সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ৩৮৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতের আবেদনে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম ইসমাইল শেখ (৩০)। উল্লেখ্য, তথ্যের ভিত্তিতে ইংরেজবাজারের গৌড়কন্যা বাস স্ট্যান্ড এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাসে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয় 385 ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।
Updated:
৩৮৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ
Latest News
Jalpaiguri: গ্রামে দুয়ারে নদী, গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ চব্বিশ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, গ্রামে দুয়ারে নদী, গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন।
অতিবৃষ্টির সতর্কতা আগেই ছিলো, মঙ্গলবার...