সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ উৎসব শেষে বিষাদ। শহরের বিভিন্ন ক্লাবের প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে মালদা শহরের সদরঘাট, রামকৃষ্ণ মিশন ঘাট সহ বিভিন্ন ঘাটে। এই মর্মে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। কাঠামো পরিষ্কার থেকে শুরু করে, নতুনভাবে মাটি ফেলে ঘাটের রাস্তা তৈরি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ জানান এখন পর্যন্ত প্রায় ১৫০ টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে রামকৃষ্ণ মিশন ঘাটে। প্রতিমা নিরঞ্জনের সঙ্গে কাঠামো পরিষ্কার করা হচ্ছে, ঘাটের রাস্তা উঁচু করা হয়েছে। কারণ কিছুদিনের বৃষ্টিতে মহানন্দার জল বেড়ে গিয়েছিল। তাই জল কমতেই নদী পাড়ে কাদার সৃষ্টি হয়েছে। তাই মাটি ফেলে উঁচু করা হচ্ছে রাস্তা।