মিলাদ-উন-নবি’এর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ মিলাদ-উন-নবি’এর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। কোভিড-১৯এর স্বাস্থ্য সম্পর্কিত নিয়ম অনুসরণ করে মিলাদ-উন-নবি উদযাপনের জন্য আবেদন জানিয়েছেন তিনি।

উপরাষ্ট্রপতির বর্তাটি হল নিম্নরূপ-

আরও পড়ুন -  একই গুরুর শিষ্য হয়েও সিন্ধুর ব্রোঞ্জ জয়ে শুভেচ্ছা জানালেন না, সাইনা নেহওয়াল !

‘আমি হজরত মহম্মদের জন্মদিন হিসেবে উদযাপিত মিলাদ-উন-নবি-র শুভ অনুষ্ঠান উপলক্ষ্যে আমাদের দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

মহান নবি মানবতাকে সহানুভুতি ও সর্বজনীন ভাতৃত্বের মাধ্যমে ন্যায়ের পথ দেখিয়েছিলেন। মিলাদ-উন-নবি পরিবার ও বন্ধু-বান্ধবদের একত্রিত হয়ে প্রার্থনা করার জন্য একটি বিশেষ অনুষ্ঠান। তবে এবছর কোভিড-১৯ মহামারীর কারণে আমি আমার সহকর্মীদের কোভিড-১৯ স্বাস্থ্য সম্পর্কিত নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ করে এবং সঠিক উপায়ে মিলাদ-উন-নবি উদযাপনের আহ্বান জানাই।

আরও পড়ুন -  কাজল রাঘওয়ানি সম্পর্কে ছিলেন খেসারি লাল যাদবের সাথে বহু দিন, এখন সম্পর্ক ভেঙে যায় এই সুন্দরী’র জন্য

আশা করছি তাঁর চিরন্তন বার্তা একটি শান্তিপূর্ণ এবং সমন্বয়পূর্ণ সমাজ গঠনের পথে পরিচালিত করবে’। সূত্র – পিআইবি।