31 C
Kolkata
Saturday, April 20, 2024

ছোট বেলার পুজো

Must Read

ছোট বেলার পুজো

বহ্নি চক্রবর্তী

ছিল ঢাকে কাঠি পড়ার আগেই
নতুন জামার রিহার্সাল। নতুন জুতোর ফোস্কা পা।
প্যান্ডেলএর বাঁশে ঝুলে উল্টে পাল্টে ডিগবাজি।
চোর পুলিশ খেলতে গিয়ে ছেঁচড়ে পড়ে কাটা হাঁটু।
ফাংশানে নাচ, মায়ের শাড়ী, রংবেরঙের কাঁচের চুরি।
ঝালমুড়ি, ফুচকা, আলু কালবী, চটপটি।
সবারমাঝে অঞ্জলিতে চোখ পিট্ পিট্, বাঁদরামি।
দুপুর বেলায় খিচুড়ির লাইন, পাড়ার দাদার ইশারা।

আরও পড়ুন -  World Cup Trophy: বিশ্বকাপ ট্রফি বানাচ্ছে ইতালির এক পরিবার, ৫০ বছর ধরে

ঠাকুর বরণ হয়ে গেলেই প্রসাদ খাবো হাতপাতা।
শেষ জামাটা পড়তে হবে, সাজটা হবে সবার সেরা।
ট্রাকে ঠাকুর স্বপরিবারে, ঢাকি কাকু লাইন দাও।
বিসর্জনে লুকিয়ে নাচা, বাড়ি এসেই কানমলা।
এখন দেখি ঢাক গুলো সব মাইক বাজে।
গাড়ির লাইন, ভি আই পি রা আলাদা।
শপিং মলে খাবার লাইন, হুক্কা বার আর ডিস্ক।
জোড়ায় জোড়ায় ঘুরছে সবাই, মা বাবা সব বাদ।
হারিয়ে যাওয়া ছোট বেলা আসবি ফিরে?
সব পাড়ার পুজোয় সব রয়েছে।
নেই শুধু ওই ধুলো বালি, কাটা হাঁটু আর মানুষ গুলো।

আরও পড়ুন -  Kohli Vs Gambhir: দর্শকের টিটকিরি, গম্ভীরকে দেখেই কোহলি-কোহলি আওয়াজ তুলে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

Latest News

বন্ধ ঘরে তুমি আমি

বন্ধ ঘরে তুমি আমি। বন্ধ ঘরে তুমি আমি, দু'টি হৃদয় একত্র, ভাবনার খেলা চলছে, মনের দরজা উন্মুক্ত। চোখের দৃষ্টি মিলেছে, কথা হয়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img