দুর্গাপূজার কেনাকাটা নেই কুমিল্লায়

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, খবরইন্ডিয়াঅনলাইন, বাংলাদেশঃ করোনার কারণে সারা দেশের মতো কুমিল্লায়ও দুর্গাপূজা হবে সীমিত পরিসরে। কাপড়ের দোকান ও মার্কেটগুলোতে নেই আগের মত বেচাকেনা। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে নেয়া হয়েছে সকল প্রস্তুতি।
দুর্গাকে-কে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরীসহ সব কাজ প্রায় সম্পন্ন, এখন শুধু রঙ আচরে সাজানো হচ্ছে দুর্গাকে।

আরও পড়ুন -  Bhojpuri Video: হানিমুন ভিডিও, নিরাহুয়া এবং সঞ্চিতা ব্যানার্জির, তোলপাড় ইন্টানেটে

করোনার কারণে এ বছর জমজমাট হচ্ছে না পূজার আয়োজন। প্রতিমার চাহিদাও কম। শপিংমলগুলোতে নেই ক্রেতাদের ভিড়। ব্যবসায়ী ও প্রতিমা কারিগরার জনান,’করোনার কারণে আমাদেরকে প্রতিমা কমদামে বিক্রি করতে হয়েছে।’

আরও পড়ুন -  সহজে ব্যবসায় উৎসাহিত করে তুলতে "এমএসএমই, স্টার্ট আপস এবং মহিলা উদ্যোক্তাদের"

তবে কিছুটা হলেও উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে কেনাকাটাও করেছেন অনেকেই। তারা জানান,’সব কিছু মিলিয়ে মনে হয় পূজা খারাপ হবে না। স্বাস্থ্যবিধি মেনেই ঘুরবো।’