দুর্গাপূজার কেনাকাটা নেই কুমিল্লায়

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, খবরইন্ডিয়াঅনলাইন, বাংলাদেশঃ করোনার কারণে সারা দেশের মতো কুমিল্লায়ও দুর্গাপূজা হবে সীমিত পরিসরে। কাপড়ের দোকান ও মার্কেটগুলোতে নেই আগের মত বেচাকেনা। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে নেয়া হয়েছে সকল প্রস্তুতি।
দুর্গাকে-কে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরীসহ সব কাজ প্রায় সম্পন্ন, এখন শুধু রঙ আচরে সাজানো হচ্ছে দুর্গাকে।

আরও পড়ুন -  Gun Attack: বারে বন্দুক হামলায় নিহত ১৫, দক্ষিণ আফ্রিকায়

করোনার কারণে এ বছর জমজমাট হচ্ছে না পূজার আয়োজন। প্রতিমার চাহিদাও কম। শপিংমলগুলোতে নেই ক্রেতাদের ভিড়। ব্যবসায়ী ও প্রতিমা কারিগরার জনান,’করোনার কারণে আমাদেরকে প্রতিমা কমদামে বিক্রি করতে হয়েছে।’

আরও পড়ুন -  Durga Pujo-2022: পুষ্টিগুণ সমৃদ্ধ চিলি সয়াবিন

তবে কিছুটা হলেও উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে কেনাকাটাও করেছেন অনেকেই। তারা জানান,’সব কিছু মিলিয়ে মনে হয় পূজা খারাপ হবে না। স্বাস্থ্যবিধি মেনেই ঘুরবো।’