ভারতে গত ৩ দিনে মোট আক্রান্তের তুলনায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ১০ শতাংশের নীচে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী। একইভাবে, গত ৩ দিন মোট আক্রান্তের তুলনায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ শতাংশের নীচে রয়েছে। দেশে করোনায় আক্রান্ত রোগীদের প্রতি ১০ জনের মধ্যে কেবল ১ জন এখন সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত।

বর্তমানে দেশে মোট আক্রান্তের মধ্যে কেবল ৯.২৯ শতাংশ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ১৫ হাজার ৮১২। সাফল্যের আরও ১টি মাইল ফলক অর্জন করে দেশে দৈনিক-ভিত্তিতে গত ৩ দিন আক্রান্তের হার ৫ শতাংশের নীচে রয়েছে। এ থেকেই প্রমাণিত হয় সংক্রমণ ছড়ানো প্রতিরোধে গৃহীত কার্যকর ব্যবস্থাগুলির সুফল মিলছে। দেশে আজ দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ৩.৮ শতাংশ।

আরও পড়ুন -  পলাশের "ফেকমুখ" - এর দৃশ্যগ্রহণ

দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত হ্রাস পাওয়ায় আজ পর্যন্ত নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ১৫ হাজার ৮১২। একইভাবে, দেশে আরোগ্য লাভের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ লক্ষ ৭৪ হাজার ৫১৮। এর ফলে, সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা এবং আরোগ্য লাভের সংখ্যার মধ্যে ফারাক আরও বেড়ে হয়েছে ৬১ লক্ষ ৫৮ হাজার ৭০৬।

আরও পড়ুন -  Lebanon: দক্ষিণ লেবানন থেকে ৩০টি রকেট নিক্ষেপ, ইসরাইলি হামলার জবাবে

দেশে গত ২৪ ঘন্টায় ৭৯ হাজার ৪১৫ জন রোগী আরোগ্য লাভ করেছেন। অন্যদিকে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৮৩৯ জন। জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.২০ শতাংশ। সদ্য আরোগ্য লাভকারীদের ৮১ শতাংশই ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। সর্বাধিক ১ দিনেই ২৩ হাজারেরও বেশি আরোগ্য লাভ করেছেন মহারাষ্ট্র থেকে। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৫ হাজার ৮৩৯ জন আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তদের মধ্যে ৭৮ শতাংশই ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। একইভাবে, গত ২৪ ঘন্টায় দেশে ৭০২ জনের করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ৮২ শতাংশের মৃত্যু হয়েছে ১০ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। সর্বাধিক ১৮০ জনের মৃত্যুর খবর মিলেছে মহারাষ্ট্র থেকে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Pele: ফুটবল সম্রাট, শেষবার সান্তোসে ফিরছেন