করোনা দূরীকরণের যজ্ঞ করে, দেবীর প্রাণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত আসানসোলের কে এস টি পি পুজো কমিটির

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ করোনা আবহে অভিনব দুর্গাপূজার সিদ্ধান্ত নিল আসানসোলের কে এস টি পি পূজা কমিটি । পঞ্চমীর দিন দুর্গাপূজা প্যান্ডেল এ আয়োজিত হল করোনা দূরীকরণে শান্তি যজ্ঞ। ২৫ কিলো কাঠ, ৩ কিলো ঘি সহ বিভিন্ন আচার সংহিতা মেনে যজ্ঞ করা হল। প্রথা অনুযায়ী ষষ্ঠীর দিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সে ভাবে এই পুজোতেও ষষ্ঠীর দিন ই দেবীর বোধন হবে। কিন্তু তার আগে পঞ্চমীর দিন দুর্গামঞ্চে করোনা দূরীকরণের যজ্ঞ রাজ্যে বিরল।
কমিটির সদস্য রা জানান দেশ তথা আসানসোল কে করোনা মুক্ত করার উদ্যেশে এই যজ্ঞ। তার সাথে সাথে মানুষের মনের জোর বাড়ানো ও করোনার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা তৈরির জন্য এই প্রচেষ্টা।
অপর দিকে উক্ত কমিটির কোষাধ্যক্ষ জাগাজ্জিত সরকার বলেন – এই এলাকায় করোনায় আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন। প্রশাসন এর পক্ষ থেকে কন্টেইনমেন্ট জোন ও করা হয়েছিল। তাই এলাকাবাসীর দাবি মেনে তাদের আস্থার মূল্য দিতে ই কমিটির এই প্রয়াস।

আরও পড়ুন -  CRPF Jawans: এলোপাথাড়ি গুলি CRPF জওয়ানের, সহকর্মীদের উপর, নিহত ৪