পুজোর দিনগুলিতে সাধারণ মানুষকে সহায়তা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পুজোর দিনগুলিতে সাধারণ মানুষকে সহায়তা দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলায় মঙ্গলবার ৭০ টি বুথের ( পুলিশ সহায়তা কেন্দ্র) উদ্বোধন করা হয় ৷ এদিনের এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, জেলা শাসক পূর্ণেন্দু মাজি , অতিরিক্ত জেলা শাসক সাধারণ অভিজিৎ তুকারাম সাগলে , ও ডিসি ট্রাফিক এম পুষ্পা সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ ৷ এদিন পুলিশ সহায়তা কেন্দ্র ছাড়াও আসানসোলের মানুষকে সচেতন করতে দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয় ৷ ভ্রাম্যমাণ এই গাড়ি দুটি শহর পরিক্রমার মাধ্যমে পুজোর দিনগুলিতে নানান সামাজিক বার্তা দেওয়া ও এডিপিসির পক্ষ থেকে মানুষের সহায়তায় গৃহীত প্রকল্পগুলি তুলে ধরবে ৷ পাশাপাশি এদিনের অনুষ্ঠানে করোনা সংক্রমণের পরিস্থিতিতে সমাজ বন্ধু হিসাবে উপস্থিত সাংবাদিকদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন -  Pakistan-South Africa: টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান