প্রেস বিবৃতি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল ১৭-২৫শে অক্টোবর পর্যন্ত নবরাত্রি উদযাপনের সময় মা দুর্গার ভিন্ন ভিন্ন ৯টি রূপ সম্বলিত এক বিশেষ ডাকটিকিট কভার প্রকাশ করতে চলেছে। দুর্গোৎসব এবং মাতৃশক্তির আরাধনায় বিশেষ এই ডাকটিকিটগুলি প্রকাশ করা হচ্ছে। বিশেষ ডাকটিকিটগুলি মহিলাদেরকে উৎসর্গ করা হচ্ছে। ভবিষ্যতের লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়নে পশ্চিমবঙ্গ সার্কেলের যে কোনও শাখা ডাকঘর সহ ডাকঘরগুলিতে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট চালু করা যাবে। ১০ বছর বয়সী বালিকাদের জন্য এই অ্যাকাউণ্ট খোলা যাবে। সদর ডাকঘরগুলিতে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার জন্য বিশেষ কাউন্টার থাকবে। মা দুর্গার ৯টি রূপ সম্বলিত বিশেষ ডাকটিকিটগুলি কলকাতা জিপিও সহ অন্যান্য ডাকঘরে পাওয়া যাবে।

আরও পড়ুন -  Suhana-Malaika: শাহরুখ-কন্যা সুহানাকে দেখা মাত্র, দ্বিতীয় মালাইকা বললেন, নেটনাগরিকরা

বিশেষ এই ডাকটিকিট কভার গতকাল প্রকাশ করা হয়েছে। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিবৃতি থেকে একথা জানানো হয়েছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Neha Malik: উরফিকেও টেক্কা দিলেন নেহা, বোল্ড পোশাকে বার কাউন্টারে, উষ্ণতার আগুন ছড়ালেন