পরম পূজনীয় স্বামী শ্রী নারায়ন গুরু জির জন্ম জয়ন্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের শ্রদ্ধার্ঘ্য

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ্‌ পরম পূজনীয় স্বামী শ্রী নারায়ন গুরুর জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। এক ট্যুইটবার্তায় শ্রী শাহ্‌ বলেছেন, “সমাজ সংস্কারক, আধ্যাত্মিক গুরু এবং সাম্য ও সৌভ্রাতৃত্বের প্রবক্তা শ্রী নারায়ন গুরু জী কেরালায় বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠায় সমাজ সংস্কারের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছিলেন।“

আরও পড়ুন -  নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ না দেখিয়ে যদি এম.পি.নুসরতের কাজ নিয়ে সবাই আগ্রহ দেখাতেন, তাহলে খুব ভালো হত, মন্তব্য কমরেড দীপ্সিতার

মন্ত্রী আরো বলেছেন, “স্বামী শ্রী নারায়ন গুরু জি সমাজের পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন ও শিক্ষার জন্য নিরলস উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর দর্শন, শিক্ষা ও চিন্তা দেশের লক্ষ লক্ষ মানুষের জীবনে সমৃদ্ধি নিয়ে এসেছে।“ সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  "প্রথম ভালোবাসার গন্ধ"