31 C
Kolkata
Tuesday, May 14, 2024

মাদার টেরিজার জন্মদিবস পালন

Must Read

ওয়াসিম বারি, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ মাদার টেরিজার জন্মদিবস উপলক্ষ্যে আজ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে এক সমাজ কল্যান মূলক সভা হয় উলুবেড়িয়া ২ নং বি ডি অফিসে।।
বিধায়ক ইদ্রিশ আলি তাঁর বক্তব্যে বলেন যে মাদার টেরিজার সাথে তিনি বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত থাকায় খুবই গর্বিত মনে করেন নিজেকে।তিনি বলেন যে মানুষকে কি ভাবে ভালোবাসতে হয়,অসহায় রোগীকে কি ভাবে ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে হয় সেটা শিখিয়েছেন মাদার টেরিজা।
তিনি বলেন যে ঠিক একই ভূমিকা এখন পালন করছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় মাদার টেরিজা বলে সম্মান জানান।এই করোনা পরিস্তিতিতে সারা বাংলাকে যে ভাবে বুক দিয়ে আগলে রেখেছেন প্রমান হিসাবে সেটাই যথেষ্ট।।
তিনি রাজ্য সহ সারা দেশ যাতে করোনা মুক্ত হন সেই কামোনা করেন।।
উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং ব্লকের সভাপতি সেখ ইলিয়াস,অমল মাইতি,সেখ রেজাবুল(চিতা),গৌর মন্ডল,সেখ জিসান আহমেদ,অরিন্দম রায়,সাহেব মল্লিক সহ অনেকেই।।

আরও পড়ুন -  Onion Price: সাধারণ মানুষ কি করবে? দাম বাড়ছে পেঁয়াজের!

Latest News

East West Metro: চাকরির সুবর্ণ সুযোগ ইস্ট ওয়েস্ট মেট্রোতে, আবেদন করুন এই ভাবে

East West Metro: চাকরির সুবর্ণ সুযোগ ইস্ট ওয়েস্ট মেট্রোতে, আবেদন করুন এই ভাবে।  কলকাতার মেট্রোর ইস্ট ওয়েস্ট (East West Metro)...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img