রানীগঞ্জের কুনুস্তোড়ি এরিয়ার বাঁশরা কোলিয়ারি তে ডুলি আছেরে আহত হল ১১ জন খনি কর্মী

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রানীগঞ্জের কুনুস্তোড়ি এরিয়ার বাঁশরা কোলিয়ারি তে ডুলি আছেরে আহত হল ১১ জন খনি কর্মী। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রায় ২৫ – ৩০ ফুট উচ্চতা থেকে ওই ডুলি আছড়ে পড়ে বলে জানা যায়। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ সেকেন্ড শিফট এর কাজে যোগ দেওয়ার সময় ঘটে এই ঘটনা। ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা শুরু হয় খনি চত্বরে। খনির যন্ত্রাংশ বিকল হওয়ার কারণেই এ ধরনের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার পর পরই ঘটনাস্থলে এসে পৌঁছায় ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকরা। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছেন তারা। আহত শ্রমিকরা মঙ্গলবার এই ঘটনায় খনির নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল।

আরও পড়ুন -  Sourav Ganguly: আতঙ্ক ছড়ালো সোশ্যাল মিডিয়ায়, মহারাজের বিবৃতিতে, অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে বিতর্কে গাঙ্গুলী