টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পশ্চিম বর্ধমানের জেলা শাসকের দফতরে সাড়ম্বরে পালিত হোলো ৭৪ তম স্বাধীনতা দিবস ৷ তবে করোনা সংক্রমণের পরিস্থিতিতে এবার ছোটো আকারের অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় এই দিনটি। এদিন জাতীয় পতাকা উত্তোলনের সাথে জেলার ২০ জন করোনা যোদ্ধাকে বিশেষ সম্মাণ জানানো হয়। যাদের মধ্যে জেলার ১৩ জনকে জেলা শাসকের দফতর থেকে ও বাকি ৭ জনকে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতর থেকে বিশেষ সম্মাণ জানানো হয়। এই বিষয়ে জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই করোনা যোদ্ধাদের সম্মাণ জানানো হয়েছে। করোনা সংক্রমণের প্রতিরোধে করোনা যোদ্ধাদের উৎসাহিত করতেই এই ব্যবস্থা। আমাদের একত্রিত লড়াইয়ে শামিল হতে হবে।
পশ্চিম বর্ধমানের জেলা শাসকের দফতরে সাড়ম্বরে পালিত হোলো ৭৪ তম স্বাধীনতা দিবস
Published By: Khabar India Online |
Published On: