৭৪তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা শ্রী ধর্মেন্দ্র প্রধানের

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় ইস্পাত, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘ভারত থেকে আত্মনির্ভর ভারত : পরিবর্তন চাকা’ শীর্ষক এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্ব ক্রমশই বাড়ছে। মোদী সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। আত্মনির্ভর ভারত-এর সঙ্কল্প আন্তর্জাতিকতার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে চলেছে। আন্তর্জাতিকতাবাদের অনেক ইতিবাচক প্রভাব থাকলেও বর্তমান কোভিড-১৯ মহামারী সঙ্কটের সময় এর বেশ কিছু সীমাবদ্ধতা উঠে এসেছে। প্রত্যেক দেশই নিজের স্বার্থে কাজ করেছে। তিনি বলেছেন, এই পরিস্থিতিতে ভারত বিশ্বব্যাপী দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। শ্রী প্রধান বলেন, ভারত ‘বসুধৈব কুটুম্বকম’ বা বিশ্ব এক পরিবারের মতো – এই নীতিতে বিশ্বাসী। সাম্প্রতিক সময়ে ভারত নিজের দেশ ও বহির্বিশ্বের দিকে তাকিয়েই সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার পরই, ভারত আত্মনির্ভরতার পথেই হেঁটেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বব্যাপী নিজের মর্যাদা অর্জন করতে পেরেছে বলেও ট্যুইটে জানিয়েছেন শ্রী প্রধান। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Gold Price Today: পরিবর্তন সোনার দামে, কলকাতার বাজারদর কেমন?